রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

ন্যায়-ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াত বদ্ধপরিকর : শাহজাহান চৌধুরী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০২৫ | ৬:২২ অপরাহ্ন


দুর্নীতিমুক্ত ও উন্নয়নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য শাহজাহান চৌধুরী। তিনি বলেছেন, আর দুর্নীতি নয়, এবার হবে উন্নয়নের বাংলাদেশ।

সোমবার সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, দেশ ও জাতির জন্য পরীক্ষিত সংগঠন হলো বাংলাদেশ জামায়াতে ইসলামী। তাই ন্যায়-ইনসাফ, বৈষম্যহীন ও মানবিক একটি রাষ্ট্র গঠনে আমরা বদ্ধপরিকর।

বিগত সরকারের সমালোচনা করে সাবেক এই সংসদ সদস্য বলেন, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কেউ জনগণের অধিকার নিশ্চিত করতে পারেনি। গত স্বৈরশাসকের আমলে যেসব রাজনৈতিক নেতা ক্ষমতায় ছিলেন, তারা দুর্নীতি, লুটপাট ও টেন্ডারবাজিতে লিপ্ত থেকে কেবল নিজেদের আখের গোছানোর চেষ্টা করেছেন।

এদিন তিনি ঢেমশা ইউনিয়নের কার্তিকের দোকান, চৌধুরী হাট, বরি সিকদার বাড়ি, বড়ুয়া পাড়া, দিঘীর পাড়া কানুর মার বাড়ি, নাপিতের চর, কুলি পুকুর পাড় ও মজিদ কোম্পানির বাড়িসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। এছাড়া তিনি একটি মহিলা সমাবেশেও বক্তব্য দেন।

ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি মুহাম্মদ নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও জাবের হোসাইনের সঞ্চালনায় গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম আঞ্চলিক টিম সদস্য অধ্যাপক মুহাম্মদ জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা মোহাম্মদ কামাল উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্যানেল চেয়ারম্যান আবু তাহের, সাবেক সভাপতি মাহবুবুর রহমান এবং সহ-সভাপতি ওচমানসহ স্থানীয় নেতাকর্মীরা।