রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাজনীতি করি মানুষের কল্যাণে, নিজের জন্য এক শতক জমিও কিনিনি: শাহজাহান চৌধুরী

‘ষড়যন্ত্রের জবাব ব্যালটে দেব’
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ ডিসেম্বর ২০২৫ | ৯:৩৯ অপরাহ্ন


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার শাহজাহান চৌধুরী বলেছেন, তারা ধন-সম্পদ অর্জনের জন্য নয়, বরং গরিব-দুঃখী মানুষের কল্যাণের জন্য রাজনীতি করেন।

সোমবার চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নে দিনব্যাপী গণসংযোগ ও একাধিক পথসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাবেক এই সংসদ সদস্য বলেন, অতীতে দুইবার সংসদ সদস্য থাকাকালে তিনি সাতকানিয়া-লোহাগাড়ার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির এবং রাস্তাঘাট ও ব্রিজ-কালভার্টসহ অবহেলিত এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু নিজের জন্য এক শতক জমিও কেনেননি, এমনকি কোনো সরকারি প্লটও বরাদ্দ নেননি।

আগামীতে নির্বাচিত হলে জনকল্যাণেই কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন শাহজাহান চৌধুরী। তাদের অগ্রগতি দেখে অনেকে ষড়যন্ত্র করছেন দাবি করে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ এসব ষড়যন্ত্রের জবাব দেবে।

গণসংযোগকালে পথসভাগুলোতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের টিম সদস্য ও দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমীর অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মোহাম্মদ নুরুল্লাহ, সাতকানিয়া জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিন ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন।

এছাড়া উপজেলা জামায়াতের বায়তুলমাল সম্পাদক মোহাম্মদ রফিক উদ্দিন, সমাজসেবা সম্পাদক রফিকুল ইসলাম, ঢেমশা ইউনিয়ন জামায়াতের সভাপতি নেজাম উদ্দিন, সেক্রেটারি অধ্যক্ষ হোসাইন আল হিশাম মোহাম্মদ জাবেদ, ঢেমশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহেরসহ স্থানীয় নেতারা গণসংযোগে অংশ নেন।