শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০২৫ | ১১:২৮ অপরাহ্ন


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের পটিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার আসরের নামাজের পর পটিয়া আল সুন্নাহ জামে মসজিদে এই আয়োজন করে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ।

মাহফিলে সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তৈয়ব।

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি গাজী মোহাম্মদ মনিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লায়ন খলিল উল্লাহ চৌধুরী সাকিব।

এ সময় দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল করিম, সহ-সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী বকুল, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আকরাম হোসেন দুলাল, সাংগঠনিক সম্পাদক আরিপুল ইসলাম রনি, রাশেদুল ইসলাম ও নুরুল হক নুরু উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে যুবদল ও ছাত্রদলের নেতাদের মধ্যে আবু শহীদ রমজান, দিদার সওদাগর, জিয়াউদ্দিন বাবলু, দিলাওয়ার হোসেন, হেলাল উদ্দীন, গাজী হাসান, সেলিম উদ্দীন, নজরুল, মহিউদ্দিন টিপু, আতিকুর রহমান, আজাদ, মিতুন বড়ুয়া, মুন্না, তুষার, ফরিদ ও আলী মাহফিলে অংশ নেন।