
চট্টগ্রামের পটিয়ায় সিমেন্টবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে। এ ঘটনায় ট্রাকের চালক ও সহকারী অল্পের জন্য রক্ষা পেয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে পটিয়া বাইপাস সড়কের গিরিশ চৌধুরী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, ট্রাকটি চট্টগ্রাম শহর থেকে সিমেন্ট নিয়ে কক্সবাজারের চকরিয়ার দিকে যাচ্ছিল। পথে চালক ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট মো. আলাউদ্দিন বলেন, চোখে ঘুম চলে আসায় চালক গাড়ির নিয়ন্ত্রণ রাখতে পারেননি। তবে সৌভাগ্যক্রমে চালক ও সহকারী দুজনই অক্ষত আছেন।
স্থানীয়রা জানান, পটিয়া বাইপাস সড়কে যানবাহনগুলো প্রায়ই বেপরোয়া গতিতে চলাচল করে। এ কারণে এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে এবং ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।