রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

নিরপেক্ষ নয়, মানবিক ও বিবেকের পক্ষেই থাকবেন সাংবাদিকরা: ফটিকছড়ির ইউএনও

ফটিকছড়িতে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৫ | ৬:৩২ অপরাহ্ন


সাংবাদিকদের নিরপেক্ষতার চেয়ে মানবিকতা ও বিবেকের পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের ফটিকছড়ির নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। তিনি বলেছেন, যেকোনো অনিয়ম, দুর্নীতি ও অসংগতি তুলে ধরার পাশাপাশি উপজেলার ভাবমূর্তি উজ্জ্বল রাখতে সাংবাদিকদের লেখনী চালিকাশক্তি হিসেবে কাজ করবে।

বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ইউএনও সাঈদ মোহাম্মদ ইব্রাহীম চব্বিশের গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বলেন, ছাত্র আন্দোলন আমাদের অনেক শিক্ষা দিয়েছে। পুরো দেশ ও জাতি সাংবাদিকদের দিকে তাকিয়ে আছে। তিনি তার কার্যকালে সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা প্রত্যাশা করেন।

দেড় ঘণ্টাব্যাপী এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি আহমদ আলী চৌধুরী। তিনি বলেন, এখানকার সাংবাদিকরা প্রশাসনের বন্ধুপ্রতিম। প্রশাসন ও সাংবাদিকরা মিলেমিশে কাজ করলে উপজেলার উন্নয়নে কোনো বাধা থাকবে না। এ সময় তিনি তথ্য আদান-প্রদানে ইউএনওর সহযোগিতা কামনা করেন।

প্রেস ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস এম আক্কাছ বলেন, আমরা কখনো নিরপেক্ষ থাকব না, বিবেকই আমাদের পক্ষ। সাংবাদিকতার নীতি মেনে প্রশাসনের ত্রুটি-বিচ্যুতি ধরিয়ে দিয়ে আমরা এগিয়ে যাব। তবে সাংবাদিকদের সঙ্গে প্রশাসনের যাতে সাপে-নেউলে সম্পর্কের সৃষ্টি না হয়, সে বিষয়ে নবাগত ইউএনও ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

সাধারণ সম্পাদক এম এস আকাশের সঞ্চালনায় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে সাংবাদিক শহীদুল আলম, আবু মুছা জীবন, সালাউদ্দিন জিকু, এনামুল হক, মো. সেলিম, ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরফাত, কামরুল সবুজ, এইচ এম সাইফুদ্দিন, মো. আকতারুজ্জামান ও নুরুল আবছার নূরী আলোচনায় অংশ নেন।