রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পরিচয় মেলেনি হাটহাজারীতে উদ্ধার হওয়া নারীর মরদেহের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৫ | ৬:৫৭ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। বুধবার সকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া মাদ্রাসার সামনে চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়ক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানান, বুধবার সকালে মহাসড়কের ওপর ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে তারা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন। স্থানীয়দের ধারণা, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। ভোরের দিকে রাস্তা পার হওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় তার মৃত্যু হয়ে থাকতে পারে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে।