রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় ছাত্র আন্দোলনে গুলির অভিযোগ, ইউপি সদস্য গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০২৫ | ১১:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও গুলিবর্ষণের অভিযোগে মো. সায়েম নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাত ৮টার দিকে পটিয়া পৌর সদরের মুন্সেফ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সায়েম উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি ওই ইউনিয়নের বলির বাড়ির আবু সৈয়দ দফাদারের ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে সায়েম মুন্সেফ বাজার এলাকায় অবস্থান করছেন—এমন খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে বলে অভিযোগ রয়েছে।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য সায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।