শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ঢাকাসহ আশপাশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল নরসিংদী

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৫ | ৮:৪৯ পূর্বাহ্ন


রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা ১৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। সাম্প্রতিক সময়ে ঘনঘন ভূমিকম্পের ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটি হালকা মাত্রার ছিল। সকাল ৬টা ১৪ মিনিট ৪৫ সেকেন্ডে এটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে। ঢাকার আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্র থেকে এর দূরত্ব ছিল ৩৮ কিলোমিটার উত্তর-পূর্বে।

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল গাজীপুরের টঙ্গী থেকে ৩৩ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে এবং নরসিংদী থেকে ৩ কিলোমিটার উত্তরে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৩০ কিলোমিটার।

এর আগে সর্বশেষ গত সোমবার (১ ডিসেম্বর) মধ্যরাতে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। মিয়ানমারের মিনজিনে ছিল এর কেন্দ্রস্থল, যা চট্টগ্রামসহ দেশের কিছু অংশে অনুভূত হয়।

তারও আগে গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে ঢাকায় ৩ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে। ওই দিন ভোরে সিলেট ও কক্সবাজারের টেকনাফেও দুই দফা ভূকম্পন অনুভূত হয়।

উল্লেখ্য, গত ২১ নভেম্বর ও পরদিন ২২ নভেম্বর প্রায় ৩১ ঘণ্টার মধ্যে ঢাকা ও এর আশপাশে চারবার ভূমিকম্প অনুভূত হয়। এর মধ্যে ২১ নভেম্বর সকালে নরসিংদীর মাধবদীতে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে দেশে ১০ জন নিহত এবং ছয় শতাধিক মানুষ আহত হন। সাম্প্রতিক সময়ের অধিকাংশ ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদী এলাকায় হচ্ছে বলে পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যে দেখা গেছে।