শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৫ | ৪:০৪ অপরাহ্ন


উন্নত চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। সব ঠিক থাকলে বৃহস্পতিবার মধ্যরাতের পর অথবা শুক্রবার ভোরে তিনি লন্ডনের উদ্দেশে রওনা হবেন। তাকে বহন করতে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসছে।

বৃহস্পতিবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

মির্জা ফখরুল বলেন, বৃহস্পতিবার রাতের মধ্যেই কাতারের আমিরের পাঠানো এয়ার অ‍্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছাবে। শুক্রবার ভোরের মধ্যে খালেদা জিয়াকে নিয়ে সেই বিমান লন্ডনের উদ্দেশে যাত্রা করবে।

এর আগে দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত এবং খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে তাকে লন্ডনের একটি নির্ধারিত হাসপাতালে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।

ডা. জাহিদ হোসেন বলেন, বিমানে যাত্রাপথে যেকোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যাতে তাকে সুস্থভাবে চিকিৎসা সেবা দেওয়া যায়, সে লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। মেডিকেল বোর্ডের পরামর্শের বাইরে কিছু চিন্তা করা হচ্ছে না বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বৃহস্পতিবার তিনবার ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে। এছাড়া যুক্তরাজ্য ও চীন থেকে আসা চিকিৎসকরা তাকে সশরীরে দেখেছেন। সবার সঙ্গে আলোচনার পরেই তাকে বিদেশে নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।

গত ১২ দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। বিএনপি দলীয় একটি সূত্র জানায়, খালেদা জিয়ার ফুসফুসে সংক্রমণের কারণে যে জটিলতা তৈরি হয়েছিল, তা কিছুটা উন্নতির দিকে। তবে হৃদ্‌যন্ত্রে জটিলতা এখনো রয়েছে এবং বাকি সমস্যাগুলো অনেকটাই অপরিবর্তিত।

চিকিৎসার জন্য বুধবার রাতে চীন থেকে চারজন এবং দুপুরে যুক্তরাজ্য থেকে একজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় আসেন। তারা খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও পরীক্ষার প্রতিবেদন পর্যালোচনা করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। গত রোববার অবস্থার অবনতি হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি এবং চার মাস পর দেশে ফেরেন।