রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

যুবদলের ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে ফিরলেন চট্টগ্রামের মোশাররফ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৫ | ৭:৩৬ অপরাহ্ন


দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত চট্টগ্রাম মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। একইসঙ্গে তাদের স্ব-স্ব পদে পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি।

বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার মোশাররফ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে। ইতিপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

মোশাররফ হোসেন ছাড়াও পদ ফিরে পাওয়া অন্য নেতারা হলেন—রংপুর জেলা যুবদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মো. রাকীব হোসেন, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি ও শহর শাখার আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমন, কুমিল্লা উত্তর জেলার দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো. রোমান খন্দকার এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূঁইয়া।

যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।