রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাউজানে ৪ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

১২ লাখ টাকা জরিমানা
রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০২৫ | ১০:২৩ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে চারটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে সেগুলোর চিমনি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একইসঙ্গে আইন অমান্য করায় ওই চার ভাটা মালিককে ১২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।

অভিযান সংশ্লিষ্টরা জানান, অভিযানে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকার সিবিএম ব্রিকসের চিমনি ভেঙে দিয়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া রশিদর পাড়া এলাকার এসএসবি ব্রিকসকে ৩ লাখ টাকা, পূর্ব রাউজানের কেবিআই ব্রিকসকে ৪ লাখ টাকা এবং ডাবুয়া কলমপতি এলাকার কেবিএম ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করার পাশাপাশি ভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, সহকারী পরিচালক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। এ সময় র‍্যাব, পুলিশ ও আনসার ব্যাটালিয়ন বাহিনীর সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন।