রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

বিমানবন্দরে যাওয়ার পথে দুর্ঘটনায় চালকের মৃত্যু, আহত ৭

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০২৫ | ১:১৪ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. কাওসার (২৬) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন।

শুক্রবার ভোরে উপজেলার ফরহাদাবাদ উচ্চ বিদ্যালয়ের সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কাওসার ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার নারায়নহাট ইউনিয়নের হাপানিয়া জমিদার পাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে ফটিকছড়ি থেকে যাত্রীদের নিয়ে একটি হাইস মাইক্রোবাস চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাচ্ছিল। ফরহাদাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নাজিরহাটমুখী একটি পিকআপের সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ মাইক্রোবাসে থাকা আটজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। হাসপাতালে নেওয়ার পথেই চালক কাওসারের মৃত্যু হয়। আহত বাকি সাতজন বর্তমানে চমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নাজিরহাট হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করেছে। আহতদের নাম-পরিচয় সংগ্রহের চেষ্টা চলছে।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১ ডিসেম্বর) একই ইউনিয়নের মুছাবিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ফটিকছড়ির মাওলানা মোহাম্মদ কাঞ্চন নামের এক যুবক নিহত হয়েছিলেন।