রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

রাউজানে গিয়াস কাদেরের পক্ষে ধানের শীষের প্রচার, খালেদা জিয়ার জন্য দোয়া

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০২৫ | ১:৪৮ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পক্ষে ধানের শীষের লিফলেট বিতরণ করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাগোয়ান ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচার কর্মসূচি চালানো হয়। পরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাগোয়ান ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি হানিফ মেম্বার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রাউজান উপজেলা যুবদল নেতা মো. সেলিম উদ্দীন।

রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মুরাদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনজীবী তাজুল ইসলাম, এপিপি আইনজীবী মফিজ উদ্দীন ইমন, মাহবুবুল আলম মেম্বার, আমিন মেম্বার ও কাশেম মেম্বার।

অন্যদের মধ্যে বিএনপি নেতা এম ইয়াকুব আলী, মো. হাসান, প্রকৌশলী রাশেদুল আলম রাজু, ইলিয়াস তালুকদার, নুরুন নবী, নাজিম উদ্দীন নাজু, দিদারুল আলম মনা, রনি, সাজ্জাদ, মহিউদ্দিন চৌধুরী, জাহেদুল ইসলাম, সাজ্জাদ ইসলাম নয়ন, তারেক, ইয়াকুব, ইয়াসিন, শাহাবুদ্দীন তালুকদার, নুরুল ইসলাম, মীর আহমেদ, মুন্না তালুকদার, নাসির মাস্টার ও রাশেদ কর্মসূচিতে অংশ নেন।