রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

‘মুক্ত আকাশে উড়ে যাক বিষাদ’—ফেসবুকে লিখেই না ফেরার দেশে রিদুয়ান

মোহাম্মদ আলাউদ্দিন | প্রকাশিতঃ ৫ ডিসেম্বর ২০২৫ | ৯:৫২ অপরাহ্ন


শুক্রবার বিকেলের মরা রোদ তখনো মিলিয়ে যায়নি। ঘড়ির কাটায় সময় তখন আনুমানিক বিকেল ৪টা ছুঁই ছুঁই। নিজের ফেসবুক ওয়ালে একটি ছবি আপলোড করলেন ১৮ বছরের তরুণ রিদুয়ানুল হক। ছবিতে দেখা যাচ্ছে, পাহাড়ঘেরা মনোরম পরিবেশে দাঁড়িয়ে আছেন তিনি, গায়ে সাদা রঙের প্রিন্টের শার্ট, মুখে আলতো হাসি। ক্যাপশনে লিখলেন— “মুক্ত আকাশে উড়ে যাক যাবতীয় দুঃখ বিষাদ..!” কে জানত, এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ পরেই আক্ষরিক অর্থেই সব দুঃখ-বিষাদ আর মায়া কাটিয়ে তিনি নিজেই পাড়ি জমাবেন অনন্তের পথে?

শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার পর রাতে মারা যান রিদুয়ানুল হক রিদুয়ান। তার মৃত্যুর পর ফেসবুকে দেওয়া সেই শেষ স্ট্যাটাসটি এখন স্বজন ও বন্ধুদের বুকফাটা কান্নার কারণ হয়ে দাঁড়িয়েছে। ঠিক যে সময়টিতে (বিকেল ৪টায়) পুটিবিলা ইউনিয়নের বিবিসি ইটভাটার সামনে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়, ঠিক তার আগমুহূর্তেই তিনি ওই স্ট্যাটাসটি দিয়েছিলেন। ফেসবুকে পোস্ট করার সময়ের (স্ক্রিনশট অনুযায়ী ঘটনার প্রায় ৬ ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৪টার কাছাকাছি সময়ে) সঙ্গে দুর্ঘটনার সময়ের এই অদ্ভুত ও মর্মান্তিক মিল সবাইকে হতবাক করে দিয়েছে।

ঘটনার পরপরই রিদুয়ানের সেই পোস্টে শোকের বন্যা বয়ে যায়। এমডি সাঈদ (MD Sayed) নামের একজন রিদুয়ানের ছবির নিচে লিখেছেন এক হৃদয়বিদারক মন্তব্য— ‘‘ঠিকই মুক্ত আকাশে উড়াল দিলি ভাই আমাদের ছেড়ে… আল্লাহ তোকে বেহেস্ত নসিব করুক আমিন।’’ সাঈদের এই একটি বাক্য যেন হাজারো মানুষের অব্যক্ত যন্ত্রণার প্রতিধ্বনি। বন্ধুরা বিশ্বাসই করতে পারছেন না, যে ছেলেটি একটু আগেও ফেসবুকে নিজের উচ্ছল ছবি দিল, সে এখন হাসপাতালের হিমঘরে নিথর হয়ে পড়ে আছে।

নিহত রিদুয়ান পুটিবিলার নালারকুল এলাকার আজিজুল হকের ছেলে। পেশায় রাজমিস্ত্রি হলেও তার চোখে ছিল আকাশ ছোঁয়ার স্বপ্ন, যা তার ফেসবুক বায়ো আর ক্যাপশনগুলোতে স্পষ্ট। শুক্রবার বিকেলে বন্ধু মুকিতকে (১৭) নিয়ে মোটরসাইকেলে করে আমিরাবাদের উদ্দেশ্যে বের হয়েছিলেন তিনি। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই পথের ধারের একটি গাছ কেড়ে নেয় তার প্রাণ। দুর্ঘটনায় আহত বন্ধু মুকিত এখন মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর রিদুয়ান চলে গেছেন না ফেরার দেশে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রাকিবুল হাসান ও ইউপি সদস্য আবদুর রশিদের ভাষ্যমতে, দুর্ঘটনার তীব্রতা এতটাই বেশি ছিল যে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ার পর রিদুয়ানের বাঁচার সম্ভাবনা ক্ষীণ হয়ে গিয়েছিল। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর রাত পৌনে ৯টায় যখন তাকে মৃত ঘোষণা করা হয়, তখনো তার ফেসবুক ওয়ালে ভেসে বেড়াচ্ছে সেই শেষ ইচ্ছা—দুঃখ বিষাদ মুক্ত আকাশে উড়ে যাওয়ার কথা।

লোহাগাড়া থানার এসআই জাহেদ হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত না করলেও, এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। রিদুয়ানের এই অকাল প্রস্থান আবারও মনে করিয়ে দিল জীবনের অনিশ্চয়তা। সাদা শার্ট পরা সেই হাস্যোজ্জ্বল ছবি আর ‘মুক্ত আকাশে’ দুঃখ তাড়ানোর আক্ষেপটুকু স্মৃতি হয়েই রয়ে গেল ভার্চুয়াল দেয়ালে, কেবল রক্তমাংসের রিদুয়ানই আর ফিরবেন না কোনোদিন।