রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

হাসপাতালের বিদ্যুৎ চুরি করে মেলা, বন্ধ করল প্রশাসন

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০২৫ | ৭:৩৮ পূর্বাহ্ন


হাসপাতালের জরুরি বিদ্যুৎ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে মেলা চালানোর অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাজালিয়া এলাকায় এ অভিযান চালিয়ে মেলাটি বন্ধ করে দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান। এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাকে সহায়তা করেন।

স্থানীয়রা জানান, অনুমোদনহীন এই মেলার জন্য হাসপাতালের মূল লাইনে মোটা তার ঝুলিয়ে সংযোগ নেওয়া হয়েছিল। এতে হাসপাতালের ইনজেকশন পাম্প, নেবুলাইজার ও বৈদ্যুতিক বাতির ওপর অতিরিক্ত লোড পড়ছিল। ফলে ভোল্টেজ ওঠা-নামা করায় রোগীদের চিকিৎসাসেবা বিঘ্নিত হওয়ার পাশাপাশি অগ্নিকাণ্ড বা বড় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়েছিল।

এক স্থানীয় বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, মেলার অতিরিক্ত লোডের কারণে গত কয়েকদিন ধরে হাসপাতালের বাতি টিমটিম করছিল। পুরো হাসপাতাল ঝুঁকিতে ছিল।

ঝুঁকির বিষয়ে স্থানীয় এক ইলেকট্রিশিয়ান বলেন, হাসপাতালের লাইন থেকে এত বড় লোড নিলে ভোল্টেজ পড়ে যায়। এতে নেবুলাইজার, এসি, এমনকি রোগীর লাইফ–সাপোর্ট পর্যন্ত বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা ভয়ংকর অপরাধ।

অভিযান সূত্রে জানা গেছে, ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে মেলা আয়োজকদের কাছে অনুমোদনের কাগজপত্র চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। পরে তাৎক্ষণিকভাবে মেলা বন্ধের নির্দেশ দেওয়া হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) সামছুজ্জামান বলেন, হাসপাতালের লাইন ব্যবহার করে মেলা চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মেলার কোনো অনুমোদন বা নিরাপত্তা ব্যবস্থাও ছিল না। তাই তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে মেলা বন্ধ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ভবিষ্যতে অনুমোদনহীন মেলা পরিচালনা করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।