রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

কেন্দ্র দখলের ইতিহাস আমাদের নেই, জনগণই প্রতিহত করবে: ফটিকছড়িতে জামায়াত নেতা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০২৫ | ৯:২২ অপরাহ্ন


জামায়াতে ইসলামী অন্যান্য রাজনৈতিক দলের মতো কেবল একটি দল নয়, এটি একটি আদর্শের ঠিকানাও বলে মন্তব্য করেছেন দলটির চট্টগ্রাম মহানগর সেক্রেটারি ও চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের প্রার্থী অধ্যক্ষ নুরুল আমিন।

শনিবার সন্ধ্যায় ফটিকছড়ি থানা জামায়াতের নতুন কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অধ্যক্ষ নুরুল আমিন বলেন, জামায়াতকে অনেকে শুধু রাজনৈতিক দল মনে করে। কিন্তু এটি শুধু রাজনৈতিক দল নয়, এটি আদর্শের ঠিকানা। তাদের অফিসও অন্যান্য দলের মতো নয়। বহুমুখী কার্যক্রমের জন্য এই অফিস মূল কেন্দ্রবিন্দু হবে বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের চট্টগ্রাম উত্তর জেলা আমীর আলাউদ্দিন সিকদার। তিনি বলেন, আগামী দিনে জামায়াতে ইসলামী সরকার গঠন করবে। সরকার গঠনের লক্ষ্যে ফটিকছড়ি আসনটি দলের আমীর ডা. শফিকুর রহমানকে উপহার দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

কেন্দ্র দখলের রাজনীতির সমালোচনা করে জেলা আমীর বলেন, আমাদের বিজয় কেন্দ্র দখল করে হবে না, কেন্দ্র দখলের ইতিহাস আমাদের নেই। যাদের সেই ইতিহাস আছে, তারাই এসব চিন্তা করবে। ফটিকছড়িতে কেউ কেন্দ্র দখল করতে এলে জনগণই তাদের প্রতিহত করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

ফটিকছড়ি থানা আমীর নাজিম উদ্দিন ইমুর সভাপতিত্বে ও সেক্রেটারি ইউসুফ বিন সিরাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সরকারের সাবেক অতিরিক্ত সচিব গোলাম হোসেন। বিশেষ বক্তা ছিলেন জেলা শিবির নেতা মোহাম্মদ শওকত আলী।

অন্যদের মধ্যে ভুজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, সাবেক থানা আমীর নাজিম উদ্দিন সিকদার ও নুরুল আলম আজাদ, উত্তর জেলা শিল্প বাণিজ্য শাখার সভাপতি আব্দুর রহিম, আইনজীবী ইসমাঈল গনি এবং আইনজীবী আলমগীর মোহাম্মদ ইউনূস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।