রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

দীঘিনালা আমার পরিবার হয়ে উঠেছে : বিদায়বেলায় ওসি জাকারিয়া

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০২৫ | ১২:৩১ পূর্বাহ্ন


খাগড়াছড়ির দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া রাঙামাটির লংগদু থানায় বদলি হয়েছেন। এ উপলক্ষে তাকে বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা দিয়েছে দীঘিনালা প্রেস ক্লাব।

শনিবার সন্ধ্যায় প্রেস ক্লাব মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে স্থানীয় সাংবাদিকরা ওসির দায়িত্ব পালনকালীন মানবিকতা ও পেশাদারিত্বের প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিদায়ী বক্তব্যে আবেগাপ্লুত হয়ে পড়েন ওসি জাকারিয়া। তিনি বলেন, দীঘিনালা কেবল তার কর্মস্থল নয়, এটি তার একটি পরিবার হয়ে উঠেছে। গত ১৪ মাসে এখানকার মানুষ, প্রশাসন ও সাংবাদিকরা তাকে যে ভালোবাসা ও সহযোগিতা দিয়েছেন, তা তিনি আজীবন মনে রাখবেন।

দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা তার বড় শক্তি ছিল উল্লেখ করে পুলিশ কর্মকর্তা জাকারিয়া বলেন, বিদায়ের এই মুহূর্ত খুবই অনুভূতির। দীঘিনালায় কাটানো দিনগুলো তার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নতুন কর্মস্থল লংগদুতেও তিনি সবার দোয়া ও ভালোবাসা নিয়ে কাজ করতে চান।

প্রেস ক্লাবের সভাপতি মো. আলামিন বলেন, গত ১৪ মাস ধরে ওসি জাকারিয়া নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি শুধু দক্ষ অফিসারই নন, মানুষের আপনজন ছিলেন। কঠিন পরিস্থিতি মোকাবিলা এবং সাধারণ মানুষের পাশে থাকার ক্ষেত্রে তিনি অনুকরণীয় ছিলেন বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।

অনুষ্ঠানে উপস্থিত অন্য সাংবাদিকরাও ওসির কর্মদক্ষতা ও বিনয়ী আচরণের প্রশংসা করেন। পরে প্রেস ক্লাবের পক্ষ থেকে ওসি জাকারিয়ার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।