রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

চাঁদের গাড়ির ধাক্কায় হাটহাজারী স্বেচ্ছাসেবক দলের সভাপতি নিহত

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৭ ডিসেম্বর ২০২৫ | ৭:৪২ পূর্বাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীতে কাঠবোঝাই চাঁদের গাড়ির ধাক্কায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. এমরান চৌধুরী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বুড়িপুকুর পাড় এলাকায় হাটহাজারী-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৩৮ বছর বয়সী এমরান চৌধুরী ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চারিয়া সিকদার পাড়ার মোয়াজ্জেম বাড়ির মৃত বাদশা সারাংয়ের ছেলে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শী কামাল এবং আবদুল মতিন রুবেল জানান, শনিবার রাতে এমরান চৌধুরী ও একই বাড়ির মুছার ছেলে আরিফ বুড়িপুকুর পাড় এলাকার একটি দোকান থেকে চা খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে পেছন থেকে আসা কাঠবোঝাই একটি দ্রুতগতির চাঁদের গাড়ি (চট্টগ্রাম খ-২৯৪৪) তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে চাঁদের গাড়ির নিচে চাপা পড়ে এবং তারা দুজন ছিটকে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরীর এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এমরান চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর আহত আরিফকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন সড়ক দুর্ঘটনায় এমরান চৌধুরীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।