
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত তিন পরিবারের সদস্যদের হাতে সহায়তা তুলে দিয়েছে উপজেলা প্রশাসন।
রবিবার সকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শায়ের মোহাম্মদ পাড়ায় ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে শীতবস্ত্র, চাল ও নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।
এর আগে গত শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ওই এলাকার রফিক, মাসুদ ও রেজাউল করিমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিস সূত্র জানায়, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে তিন মালিকের চার কক্ষবিশিষ্ট কাঁচা দেওয়াল ও টিনশেড ঘরটি সম্পূর্ণ পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
সহায়তা বিতরণের সময় ইউএনও নাজমুল হাসান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। তাৎক্ষণিক সহায়তা পেয়ে ভুক্তভোগীরা স্বস্তি প্রকাশ করেন।
এ সময় ইউএনও জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পর্যায়ক্রমে আরও সহযোগিতা দেওয়া হবে।