
চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় দেলোয়ার হোসেন (৩০) নামে বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) ভোরে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের চিকনদণ্ডী ইউনিয়নের লালিয়ারহাট মিস্ত্রি ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দেলোয়ার ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগর চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে। তিনি বাংলাদেশ নৌবাহিনীতে ‘সেইলর’ পদে কর্মরত ছিলেন।
নিহতের খালাতো ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, ২০১৩ সালে নৌবাহিনীতে যোগ দেওয়া দেলোয়ার সোমবার ভোরে মোটরসাইকেলে করে ফটিকছড়ি থেকে চট্টগ্রাম শহরে তার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
স্থানীয়রা জানান, ভোরে সড়কের ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাটহাজারী সদরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে তিনি কীভাবে দুর্ঘটনার শিকার হলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ উল্লাহ বলেন, ওই স্থানে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে হাটহাজারীর বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এমরান চৌধুরীসহ মোট ছয়জনের মৃত্যু হয়েছে।