রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

আনোয়ারা থানার পাশেই সরকারি দপ্তরে রহস্যজনক চুরি

আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৫ | ৩:৪৬ অপরাহ্ন


চট্টগ্রামের আনোয়ারা উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তিনটি কম্পিউটার এবং ভ্যাকসিন বিক্রির নগদ টাকা লুট করে নিয়ে গেছে।

সোমবার সকালে দপ্তরে এসে চুরির বিষয়টি দেখতে পান অফিস সহকারী মো. ইয়াছিন। এর আগে রোববার দিবাগত রাতের কোনো এক সময় এই চুরির ঘটনা ঘটে।

চুরির বিষয়টি নিশ্চিত করে উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা দোলন কান্তি দাশ ও ভেটেরিনারি সার্জন ডা. করবি বড়ুয়া জানান, রোববার রাত ৯টা পর্যন্ত তারা হাসপাতালে গবাদিপশুর চিকিৎসা দিয়েছেন। সোমবার সকালে অফিসে এসে তারা চুরির ঘটনা জানতে পারেন।

তারা জানান, বিষয়টি আনোয়ারা থানায় জানানো হয়েছে এবং অভিযোগ দায়ের করা হয়েছে। তবে দপ্তরে কোনো নিরাপত্তা প্রহরী না থাকায় অরক্ষিত অবস্থার সুযোগ নিয়েছে চোরচক্র। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও নিরাপত্তা প্রহরী পাওয়া যায়নি বলে আক্ষেপ করেন তারা।

প্রাণিসম্পদ অধিদপ্তর কার্যালয়ের কর্মকর্তারা জানান, দুর্বৃত্তরা একটি কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। এরপর তারা কর্মকর্তার কক্ষ, ভেটেরিনারি সার্জনের কক্ষ এবং অফিস সহকারীদের কক্ষ থেকে তিনটি ডেস্কটপ কম্পিউটার ও মনিটর খুলে নিয়ে যায়। এছাড়া ড্রয়ারে থাকা ভ্যাকসিন বিক্রির নগদ টাকাও চুরি হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.সমরঞ্জন বড়ুয়া বলেন, “আমি ঢাকায় ট্রেনিংয়ে আছি। সেখান থেকে খবর পাই অফিসে চুরি হয়েছে। বিষয়টি জানার পরপরই পুলিশকে খবর দিই। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমার ধারণা, এটি পরিকল্পিতভাবে চুরি করা হয়েছে।”

থানার খুব কাছেই সরকারি এমন একটি গুরুত্বপূর্ণ দপ্তরে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রাম জেলা খামারি অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল হুদা। তিনি বলেন, থানার এলাকায় অবস্থিত হওয়ার পরও এমন চুরি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাই প্রমাণ করে।

নুরুল হুদা আরও অভিযোগ করেন, সরকারি এই অফিসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, রাত্রিকালীন প্রহরী নিয়োগ ও আধুনিক সিসিটিভি স্থাপন জরুরি। এছাড়া হাসপাতাল হলেও এখানে সন্ধ্যার পর আর ডাক্তার পাওয়া যায় না, এটি চলে সাধারণ অফিস সময়ের নিয়মে।

এ বিষয়ে আনোয়ারা থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, তিনি রোববার রাত ১০টায় থানায় যোগদান করেছেন। সোমবার সকালে চুরির খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের ধরতে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।