রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাতকানিয়ায় নোংরা পরিবেশে শিশুখাদ্য তৈরি, ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৫ | ৩:৪৯ অপরাহ্ন


চট্টগ্রামের সাতকানিয়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে শিশুদের খাবার তৈরির দায়ে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় ‘রফিক চানাচুর’ নামের ওই কারখানায় এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, কারখানাটিতে চানাচুর, চিপস ও মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশুখাদ্য তৈরি করা হচ্ছিল। কিন্তু কারখানার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা। অপরিষ্কার ও নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে কোনো ধরনের মান নিয়ন্ত্রণ ছাড়াই এসব পণ্য উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল।

এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সহায়তা করেন।

ইউএনও খোন্দকার মাহমুদুল হাসান বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য প্রস্তুতের মতো গুরুতর অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযানে নোংরা পরিবেশ ও মান নিয়ন্ত্রণের ঘাটতির প্রমাণ মেলায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।