রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৫ | ৯:৪১ অপরাহ্ন


আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহিদুল ইসলাম মিঞা। তিনি বলেছেন, জাতির আকাঙ্ক্ষা অনুযায়ী একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য সরকারি কর্মকর্তারা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন।

সোমবার পটিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সেজন্য মাঠ পর্যায়ে প্রশাসন পুরোপুরি তৎপর থাকবে। এ বিষয়ে পটিয়ার সব কর্মকর্তাকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি জেলার বিভিন্ন উপজেলা পরিদর্শন করছেন এবং ইতোমধ্যে চারটি উপজেলায় গিয়ে কর্মকর্তাদের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন বলে জানান।

এর আগে পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন সরকারি দপ্তরের উদ্যোগে ৪৫ জন উপকারভোগীর মাঝে আর্থিক অনুদান, পুনর্বাসন সহায়তা ও উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান।

অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের দুস্থ ও অসহায় তহবিল থেকে ৫ জনকে আর্থিক অনুদানের চেক এবং ১০টি পরিবারকে বন্যা পুনর্বাসন সহায়তা দেওয়া হয়। এছাড়া বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক ও উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি উপকারভোগীদের স্মার্ট নাগরিক কার্ড প্রদান করা হয়।

একই অনুষ্ঠানে সরকারি শিশু পরিবারের (বালক) ২৪ জন শিশুর মাঝে ক্রীড়া সামগ্রী, পোশাক, শিক্ষা উপকরণ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা বলেন, প্রান্তিক পর্যায়ে সব ধরনের সরকারি সেবা পৌঁছে দিতে প্রশাসন বদ্ধপরিকর। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই সরকারের লক্ষ্য।

অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।