রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

পটিয়ায় রান্নার চুলার আগুনে পুড়ল বসতঘর, ক্ষতি ৬ লাখ টাকা

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৮ ডিসেম্বর ২০২৫ | ১০:০০ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় রান্নার চুলা থেকে সৃষ্ট আগুনে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার বড়লিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাইজপাড়া এলাকায় শেখ শাহ জামে মসজিদের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে মোহাম্মদ আলী নামের এক ব্যক্তির ঘর পুড়ে প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য শহিদুল ইসলাম জানান, দুপুরের দিকে হঠাৎ রান্নার চুলা থেকে আগুন ধরে দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, ঘর থেকে কোনো আসবাবপত্র বা মালামাল বের করার সুযোগ তারা পাননি। চোখের সামনেই পুরো ঘরটি পুড়ে ছাই হয়ে যায়।

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রাশেষ বড়ুয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ঘরটি ভস্মীভূত হয়। তিনি নিশ্চিত করেন, রান্নার চুলা থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।