রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সাতকানিয়াকে উন্নয়নের মডেল বানাতে চাই: শাহজাহান চৌধুরী

‘অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে সচেষ্ট থাকব’
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ ডিসেম্বর ২০২৫ | ৫:৫৬ অপরাহ্ন


চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, তিনি সাতকানিয়াকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলতে চান। অতীতে যেমন নলুয়ার প্রতিটি জনপদে উন্নয়ন করেছেন, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী সাতকানিয়া উপজেলার নলুয়া ইউনিয়নের মক্তারকোম, নজুমিয়ার পাড়া, পূর্ব নলুয়া, রুস্তম পাড়া, পশ্চিম নলুয়া আদর্শপাড়া, ঘোনাপাড়া, হাজিরপাড়া ও তালতলাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

শাহজাহান চৌধুরী বলেন, “রাস্তা-ঘাট, মসজিদ, মন্দিরসহ প্রয়োজনীয় সব স্থাপনার সংস্কার করেছি; ভবিষ্যতেও ব্যাপক উন্নয়ন করব। অমুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট থাকব। কেউ অন্যায় করতে পারবে না। অপরাধ প্রমাণিত হলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।”

ইসলামে নারীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করে তিনি বলেন, আগামী নির্বাচনে ৮ দলীয় জোটের বিজয় মানে দেশের ১৮ কোটি মানুষের বিজয়। এই বিজয় হবে ন্যায়, ইনসাফ ও উন্নয়নের। তাই তিনি ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পথে এগিয়ে আসার আহ্বান জানান।

গণসংযোগে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল ফয়েজ, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দিন, সমাজসেবা সম্পাদক মুহাম্মদ রফিক উদ্দীন, পতেঙ্গা থানা জামায়াতের শূরা সদস্য মাওলানা রুহুল আমীন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাতকানিয়া উপজেলা সহ-সভাপতি মোহাম্মদ দিদারুল ইসলাম।

এছাড়া নলুয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি কামাল হোসাইন, সাবেক সভাপতি আবুল হোসাইন, সাবেক চেয়ারম্যান আব্দুল কবির, আমিলাইষ ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মোজাম্মেল হক, জামায়াত নেতা রহমত উল্লাহ, ইউনিয়ন সেক্রেটারি আবুল বশর, সহ-সেক্রেটারি জালাল উদ্দীন, অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক, ছাদেক হোছাইন, মুহাম্মদ ইউছুপ, নুরুল কবির, মুহাম্মদ জমির উদ্দিন, হারুনুর রশীদ, মোহাম্মদ তোফায়েল, মাহবুবুর রহমান ও হাফেজ বোরহান উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।