
চট্টগ্রামের পটিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তোফায়েল আলী মুন্সি শরিকান জামে মসজিদ ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার প্রতিবাদে ও জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার বিকেলে মানববন্ধন করেছেন স্থানীয়রা।
স্থানীয় ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, তিন সমাজের পূর্বপুরুষদের জায়গায় প্রায় শত বছর আগে মসজিদটি নির্মিত হয়েছিল। সম্প্রতি মসজিদটি পুনর্নির্মাণের সিদ্ধান্ত নেয় কমিটি।
কমিটির সদস্য শহীদুল ইসলাম মিটু অভিযোগ করেন, মসজিদ কমিটিকে কিছু না জানিয়েই মঙ্গলবার সকাল ৯টার দিকে ইকবাল নামের এক ব্যক্তি বহিরাগতদের নিয়ে মসজিদের ছাদ ও মিম্বার ভেঙে ফেলেন। খবর পেয়ে এলাকার লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। এর আগে গত ২১ নভেম্বর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পটিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১৪৭৯) করা হয়েছিল বলেও জানান তিনি।
ভাঙচুরের প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় মসজিদ প্রাঙ্গণে এলাকাবাসী ও মসজিদ কমিটির উদ্যোগে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মসজিদ কমিটির সভাপতি মুজিবুল ইসলাম চৌধুরী, সেক্রেটারি আবুল বশর, সদস্য শহীদুল ইসলাম মিটু, জমির উদ্দীন, জিয়াউল হক, মো. ফরিদুল আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী পটিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনির হোসেন বলেন, পুলিশ গিয়ে মসজিদের ছাদ ও মিম্বার ভাঙা অবস্থায় দেখতে পেয়েছে। বিষয়টি স্পর্শকাতর হওয়ায় দুই পক্ষকেই থানায় ডাকা হয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
অন্যদিকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে ইকবাল হোসেন বলেন, “মসজিদটি অনেক দিনের পুরোনো। কমিটিকে জানানোর পরও তারা সংস্কারের উদ্যোগ নিচ্ছিল না। তাই আমার পক্ষ থেকে মঙ্গলবার সংস্কার কাজ শুরু করা হয়েছে।”