
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় চট্টগ্রামের হাটহাজারীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ আংশিক) আসনের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। তিনি তার বক্তব্যে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের আপসহীন নেতৃত্ব এবং দেশ ও জাতির প্রতি তার অসামান্য ত্যাগের কথা তুলে ধরেন। তিনি বেগম জিয়ার আশু সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমীর ও ফতেপুর মাদ্রাসার পরিচালক মাওলানা মাহমুদুল হাসান। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।