রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬, ৫ মাঘ ১৪৩২

সেবা নিতে গিয়ে হয়রানিও দুর্নীতি: পটিয়ার ইউএনও

‘দুর্নীতি রোধ করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে’
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ৯ ডিসেম্বর ২০২৫ | ৬:২৭ অপরাহ্ন


আর্থিক লেনদেনই শুধু দুর্নীতি নয়, সরকারি দপ্তরে সেবা নিতে গিয়ে অযথা হয়রানির শিকার হওয়াও দুর্নীতির পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানুর রহমান। তিনি বলেন, দুর্নীতি একটি সামাজিক ব্যাধি ও জাতীয় উন্নয়নের অন্তরায়। দুর্নীতি রোধ করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা; গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্য সামনে রেখে মঙ্গলবার পটিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) যৌথভাবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউএনও ফারহানুর রহমান বলেন, প্রাথমিক শিক্ষা থেকেই দুর্নীতির বিরুদ্ধে জনমত সৃষ্টি করতে হবে। দুর্নীতি রোধে সেবা গ্রহীতা এবং সেবা প্রদানকারী উভয় পক্ষকেই সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সৈয়দ খুরশীদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক ইকবাল হোসেনের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক ছিলেন দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সার্কেল-২ এর উপ-সহকারী পরিচালক তাপছির বিল্লাহ।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটি পটিয়ার সভাপতি অ্যাডভোকেট কবি শেখর নাথ পিন্টু, উপজেলা শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কর্মকার, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি দে, আইসিটি কর্মকর্তা মৃন্ময় দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা জামাল হোসেন, টিআইবির এরিয়া ম্যানেজার জাহাঙ্গীর আলম ও দুপ্রক সদস্য আইরিন সুলতানা।

অনুষ্ঠানে দুর্নীতিবিরোধী দিবসের ধারণাপত্র পাঠ করেন সাবেক ইয়েস দলনেতা ইয়াসমিন আকতার। কর্মসূচিতে উপজেলার কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয় এবং দুর্নীতিবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড ও স্লোগান প্রদর্শন করে।