
‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রামের হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে দুর্নীতি দমন কমিশন ও সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহযোগিতায় একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ আবু জাহেদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দীন।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক হোসেন মোহাম্মদ মনসুর আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান ও হাটহাজারী প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাটহাজারী বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি সালাউদ্দিন জাহাঙ্গীর ও জান্নাতুল নেছা রেখা, কমিটির সদস্য মোস্তাফা, মোহাম্মদ আজিজুল ইসলাম ও হাদী জমির উদ্দীন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ প্রমুখ।