
পুরুষরা অনেক সময় উপার্জনের একটি অংশ বাইরে খরচ করে ফেললেও নারীরা তাদের আয়ের পুরোটাই পরিবারের কল্যাণে ব্যয় করেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে এবং কারিতাসের সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।
ইউএনও নাজমুল হাসান বলেন, “পুরুষদের ক্ষেত্রে দেখা যায়, অনেকেই পারিশ্রমিক ঘরে নিয়ে যাওয়ার আগে চার ভাগের এক ভাগ বাইরে ব্যয় করে ফেলেন। কিন্তু নারীরা উপার্জিত অর্থ সুন্দরভাবে ব্যবহার করে পরিবার ও সন্তানদের লালন-পালনে ব্যয় করেন। চাকরি বা ব্যবসার মাধ্যমে নারীরা যা আয় করেন, তার সর্বোচ্চটা দিয়ে তারা পরিবারের দেখভাল করেন।”
নারীদের মমত্ববোধের উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, অনুষ্ঠানে দেওয়া নাস্তা অনেক নারীই নিজে না খেয়ে সন্তানদের জন্য নিয়ে যান। এটিই আমাদের বাঙালি মায়ের পরিচয়।
প্রশিক্ষণ, কর্মশালা ও ঋণ বিতরণসহ যে কোনো প্রয়োজনে উপজেলা প্রশাসন সবসময় নারীদের পাশে থাকবে বলে আশ্বাস দেন ইউএনও।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শরমিন আকতার, কারিতাসের মাঠ কর্মকর্তা গৌরি ভট্টাচার্য্য এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।