শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

কাল থেকে মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, প্রতি থানায় থাকবেন দুজন

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৫ | ৫:৫৩ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে শুক্রবার (১২ ডিসেম্বর) থেকেই মাঠে নামছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই এই কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে চিঠি পাঠিয়েছেন।

ইসির চিঠিতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালন তদারকি করা হবে। এজন্য প্রতিটি উপজেলা ও থানায় ন্যূনতম দুজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে এই নির্দেশনা কার্যকর করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন। এরপর আগামীকাল সকাল থেকেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের যে কোনো ঘটনা দমনে মাঠে থাকবেন ম্যাজিস্ট্রেটরা।