শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

দরিদ্রদের জন্য ফ্রি চিকিৎসা সুবিধা, কেরানীহাটে শেভরণের নতুন যাত্রা

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১১ ডিসেম্বর ২০২৫ | ৭:০৫ অপরাহ্ন


প্রান্তিক মানুষের দোরগোড়ায় আধুনিক চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়ার কেরানীহাটে যাত্রা শুরু করতে যাচ্ছে শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেড। শুক্রবার (১২ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এই নতুন শাখার উদ্বোধন করা হবে।

উদ্বোধনের প্রাক্কালে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে কেরানীহাট শেভরণ ভবনের মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি।

সভায় সভাপতিত্ব করেন শেভরণ আনোয়ারা, হাটহাজারী ও কেরানীহাট শাখার ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পতাকা নিউজের নির্বাহী সম্পাদক এস এম রানা।

মীর মোশাররফ হোসেন জানান, শুক্রবার দুপুরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের প্রার্থী, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

তিনি বলেন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে আধুনিক চিকিৎসা ও নির্ভুল ডায়াগনস্টিক সেবা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এখানে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ফ্রি চিকিৎসার সুবিধা থাকবে। পাশাপাশি সিটি স্ক্যানসহ নানা ধরনের অত্যাধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুযোগ মিলবে এই শাখায়।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাতকানিয়া সাংবাদিক সমিতির সভাপতি শহীদুল ইসলাম বাবর, জিটিভির হারুন অর রশিদ, দৈনিক ইত্তেফাকের দিদারুল আলম, দৈনিক নয়া দিগন্তের মনজুর আলম, দৈনিক সমকালের সুকান্ত বিকাশ ধর, দৈনিক বাংলার মুহাম্মদ নাজিম উদ্দিন, সময়ের আলোর প্রতিনিধি মো. জাহেদুল ইসলাম ও দৈনিক যায়যায়দিনের মুহাম্মদ সাইফুল ইসলাম।

সাংবাদিকরা আশা প্রকাশ করেন, স্বাস্থ্যসেবায় স্বচ্ছতা, মান ও মানবিকতার মানদণ্ড ধরে রেখে কেরানীহাট ও আশপাশের জনপদের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে শেভরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।