
জীবনের সব লেনদেন চুকিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন দৈনিক চট্টগ্রাম প্রতিদিন-এর সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের পিতা আবু মোহাম্মদ হোছাইন। শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
পিতার বিয়োগে সন্তান শুধুই নিঃস্ব। বাবার মৃত্যুসংবাদ জানাতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সেই হাহাকারই যেন ফুটে উঠল পুত্র হোসাইন তৌফিক ইফতিখারের জবানিতে। শুক্রবার সকালে ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘আমার আব্বাটা আর নেই…।’
টানা ১৫ দিন চট্টগ্রাম মেডিকেলের আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন আবু মোহাম্মদ হোছাইন। সেই কঠিন দিনগুলোর কথা স্মরণ করে হোসাইন তৌফিক ইফতিখার লিখেছেন, ‘শেষ কটা দিন খুব কষ্ট করেছেন, এখন তিনি দুনিয়ার সব কষ্টের ঊর্ধ্বে। মাথার ওপর থেকে ছায়াটা আজ চিরতরে সরে গেল।’
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা ও দাফনের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। প্রথম জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম নগরের দিদার মার্কেটের পেছনে দেওয়ানবাজার মোড়ের মদিনা মসজিদে। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়ি সাতকানিয়ায়।
সেখানে বিকেল সাড়ে ৩টায় সাতকানিয়ার মাদার্শা দেওদীঘি উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে বিকেল ৪টায় মাদার্শা বুড়িপুকুর মসজিদের পারিবারিক কবরস্থানে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখার পিতা আবু মোহাম্মদ হোছাইনের মৃত্যুতে চট্টগ্রামের সাংবাদিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। একুশে পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক নজরুল কবির দীপু মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের শোক
সম্পাদক হোসাইন তৌফিক ইফতিখারের পিতা আবু মোহাম্মদ হোছাইনের মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরাম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে। সংগঠনটির সাবেক সভাপতি হোসাইন তৌফিক ইফতিখারের পিতার বিদায়ে শুক্রবার এক শোকবার্তায় ফোরামের সভাপতি এস এম রানা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘পিতাকে হারানোর শোক কতটা ভারী শুধু তিনিই বুঝতে পারেন, যিনি পিতাকে হারিয়েছেন। হোসাইন তৌফিক ইফতিখারের পিতার মৃত্যুতে সাতকানিয়া-লোহাগাড়া সাংবাদিক ফোরামের পরিবার গভীর শোকাহত।’ নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।