শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় বিনামূল্যে চিকিৎসা পেল ৪০০ রোগী

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৫ | ৭:২৭ অপরাহ্ন


চট্টগ্রামের পটিয়া উপজেলায় শোভনদণ্ডী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে চার শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শোভনদণ্ডী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের পরিচালক ইঞ্জিনিয়ার মুমিনুল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি ওসমান গণি, বিশিষ্ট ব্যাংকার মাহাবুবুল আলম এবং পরিষদের পরিচালক মো. মহিউদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক নসিমুর রহমান, জাফর আহমদ, সামসুল হুদা, দেলোয়ার হোসেন, আবু তাহের, রিয়াজ আহমেদ ও জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার মুমিনুল হক চৌধুরী বলেন, শোভনদণ্ডী সমাজ কল্যাণ পরিষদের এটি প্রথম আয়োজন এবং অনেকটা প্রস্তুতিমূলক। ভবিষ্যতে প্রতিটি ওয়ার্ডে বড় পরিসরে চিকিৎসা ক্যাম্প করার পরিকল্পনা আমাদের রয়েছে।

তিনি আরও বলেন, চিকিৎসা সেবার পাশাপাশি ‘কর্জ-এ-হাসানা’ চালু করা এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করাসহ মানবিক কার্যক্রম প্রসারে সংগঠনটি কাজ করে যাবে। ক্যাম্পে এলাকার অসচ্ছল রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও সেবা গ্রহণ করেন।