শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ও ১০ দফা দাবি নিয়ে মাঠে গণঅধিকারের রবিউল

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৫ | ৭:৩০ অপরাহ্ন


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য করতে সরকারের কাছে সবার জন্য সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরির দাবি জানিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী রবিউল হাসান তানজিম।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি উপজেলা সদরের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ দাবি জানান।

সভায় রবিউল হাসান আসন্ন নির্বাচনে ‘ট্রাক’ প্রতীকে লড়ার আশাবাদ ব্যক্ত করেন এবং ফটিকছড়িবাসীর সামনে তারুণ্যনির্ভর ১০টি দাবি বা ইশতেহার তুলে ধরেন। তার ঘোষিত এই ১০ দফায় বিদ্যুৎ, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নসহ স্থানীয় নানামুখী জনগুরুত্বপূর্ণ বিষয় স্থান পেয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা গণঅধিকার পরিষদের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য জসিম উদ্দিন। এ সময় দলের স্থানীয় নেতা ও কর্মীদের মধ্যে আরমান খান, এম এ ইউসূফ, মো. পারভেজ, মো. শিহাব বিন কাসেম ও নুরুল ইসলাম উপস্থিত ছিলেন।