শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইসির নির্দেশ মেনে নিজের ব্যানার নিজেই সরালেন জামায়াত প্রার্থী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৫ | ৭:৩২ অপরাহ্ন


নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা মেনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে নিজ উদ্যোগে সব ধরনের নির্বাচনী ব্যানার ও ফেস্টুন সরিয়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম।

শুক্রবার (১২ ডিসেম্বর) চন্দ্রঘোনা হেলথ কেয়ার হসপিটাল সংলগ্ন এলাকা থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের এই প্রার্থী নিজেই ব্যানার অপসারণ কার্যক্রম শুরু করেন। এ সময় তার সঙ্গে স্থানীয় কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ডা. রেজাউল করিম বলেন, “নির্বাচন কমিশনের নিয়ম সবার জন্য সমান। ন্যায়সংগত, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্দেশনা মানা প্রতিটি প্রার্থীর দায়িত্ব। তাই আমি নিজেই ব্যানার সরানোর কাজ শুরু করেছি।”

উল্লেখ্য, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ৪৮ ঘণ্টার মধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিজ খরচে সব ধরনের আগাম প্রচারসামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। সেই নির্দেশনার আলোকেই শুক্রবার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিজের হাতে নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণ করেন জামায়াতের এই প্রার্থী।