শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ১২ ডিসেম্বর ২০২৫ | ১০:০৭ অপরাহ্ন


দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে এসে পৌঁছাবেন। দলের পক্ষ থেকে তাঁকে স্বাগত জানানো হচ্ছে।”

২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন তারেক রহমান। পরে ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে তিনি লন্ডনেই অবস্থান করছেন। গত বছরের (২০২৪) ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার দেশে ফেরার পথ সুগম হয়। ইতোমধ্যে বিভিন্ন মামলায় তার সাজার রায় বাতিল হয়েছে এবং আইনি প্রক্রিয়ায় তিনি অব্যাহতি পেয়েছেন।

সম্প্রতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরেশোরে আলোচনায় আসে। এ প্রেক্ষাপটে লন্ডন থেকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি লিখেছিলেন, “এমন সংকটকালে মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেকোনো সন্তানের মতো আমারও রয়েছে। কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়।”

ওই পোস্টে তিনি আরও লিখেছিলেন, “রাজনৈতিক বাস্তবতার এ পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়ামাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী।”

অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও একাধিকবার জানানো হয়েছে, তারেক রহমানের দেশে ফিরতে আইনগত বা প্রশাসনিক কোনো বাধা নেই। অবশেষে দলের মহাসচিবের ঘোষণার মধ্য দিয়ে তার ফেরার সুনির্দিষ্ট তারিখ জানা গেল।