শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

খাগড়াছড়ি-রাঙ্গামাটিতে বিজিবির তল্লাশি জোরদার, সীমান্তে বিশেষ টহল

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৩ ডিসেম্বর ২০২৫ | ৬:০৮ অপরাহ্ন


দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ির দীঘিনালা ও রাঙ্গামাটির বাঘাইহাট এলাকায় তল্লাশি অভিযান এবং নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সকাল থেকে এই বিশেষ নিরাপত্তা কার্যক্রম শুরু হয়।

বিজিবি সূত্র জানায়, বিজিবি মহাপরিচালকের দিকনির্দেশনায় এবং বাঘাইহাট ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর নির্দেশে গুরুত্বপূর্ণ সড়ক ও সীমান্ত এলাকায় এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, ব্যাটালিয়ন সদর এলাকার ১ নম্বর জিপি গেটের সামনে পর্যটন এলাকা দীঘিনালা-সাজেক সড়কে এবং ২ নম্বর জিপি গেটের সামনে দীঘিনালা-মারিশ্যা সড়কে অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। সেখানে চলাচলকারী বিভিন্ন যানবাহন থামিয়ে তল্লাশি করা হচ্ছে এবং সন্দেহভাজন ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া ব্যাটালিয়নের অধীনস্থ ১৫টি বিওপি (বর্ডার আউটপোস্ট), টিওবি ও ক্যাম্পের মাধ্যমে প্রতিটি ইউনিট থেকে একটি করে মোট ১৫টি বিশেষ টহল দল মাঠে নামানো হয়েছে। এর মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতেও নজরদারি আরও কঠোর করা হয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ ধরনের তল্লাশি ও নজরদারি কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।