
দীর্ঘ ৪২ বছর ধরে ভাঙা সাইকেল চালিয়ে মানুষের দ্বারে দ্বারে খবরের কাগজ পৌঁছে দিয়েছেন অজিত কৃষ্ণ দাশ (৫৭)। রোদ-বৃষ্টি উপেক্ষা করে নিজ বাড়ি রাউজান থেকে হাটহাজারী পর্যন্ত ছুটে চলা এই জীবনযোদ্ধার কষ্ট লাঘবে এগিয়ে এসেছেন এক প্রবাসী। তার উপহার হিসেবে অজিত পেয়েছেন একটি নতুন ‘ফিনিক্স’ ব্র্যান্ডের বাইসাইকেল।
শনিবার (১৩ ডিসেম্বর) হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে হকার অজিত কৃষ্ণ দাশের হাতে নতুন সাইকেলের চাবি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. আবদুল্লাহ আল মমিন।
দুবাই প্রবাসী আনোয়ার আজাদ হাটহাজারীর মেখল ইউনিয়নের বাসিন্দা। সম্প্রতি স্থানীয় সাংবাদিক খোরশেদ আলম শিমুল সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদপত্রে অজিত কৃষ্ণ দাশের জীবনসংগ্রাম ও ভাঙা সাইকেল নিয়ে প্রতিবেদন প্রকাশ করেন। বিষয়টি নজরে এলে প্রবাস থেকে আনোয়ার আজাদ ওই সাংবাদিকের সঙ্গে যোগাযোগ করে হকারকে নতুন সাইকেল উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।
নতুন সাইকেল পেয়ে আপ্লুত অজিত কৃষ্ণ দাশ বলেন, “ঈশ্বরের কাছে প্রবাসী আনোয়ার আজাদ ও সাংবাদিক শিমুল ভাইয়ের মঙ্গল কামনা করছি। ডিজিটাল যুগে স্মার্টফোনের কারণে পত্রিকার পাঠক কমে যাওয়ায় আমরা এখন বেকায়দায় আছি। হকারদের জন্য সরকারি বা বেসরকারিভাবে কোনো সুযোগ-সুবিধা থাকলে আমরা একটু ভালোভাবে বাঁচতে পারতাম।”
হস্তান্তর অনুষ্ঠানে ইউএনও মু. আবদুল্লাহ আল মমিন বলেন, “প্রবাসী আনোয়ার আজাদ যেভাবে অজিত দাশের পাশে দাঁড়িয়েছেন, এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে এলে সমাজ আরও সুন্দর হবে।”
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাচন কর্মকর্তা অরুণ ত্রিপুরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নিয়াজ মোর্শেদ, হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক খোরশেদ আলম শিমুল, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দিন, সদস্য মোহাম্মদ পারভেজ এবং সাইকেল প্রদানকারীর পক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ গ্রন্থাগার সহকারী মো. মিজানুর রহমান (মিন্টু), হাফেজ হাবিবুল্লাহ ও মো. হাবিল্লাহ (রনি) প্রমুখ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট বিভিন্ন সংবাদপত্রে ‘৪২ বছর ধরে পত্রিকা ফেরি করে বেড়ানো’ অজিত কৃষ্ণ দাশকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।