শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সীতাকুণ্ডে পানের ট্রাক উল্টে পটিয়ার ২ চাষি নিহত, আহত ৪

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৪ ডিসেম্বর ২০২৫ | ৫:১২ অপরাহ্ন


চট্টগ্রামের সীতাকুণ্ডে পানবোঝাই একটি মিনি ট্রাক উল্টে পটিয়া উপজেলার দুই পানচাষি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া মাইলের মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা কমল চৌধুরী (৫৭) ও সমীর চৌধুরী (৫৪)।

আহতরা হলেন—একই এলাকার তপন চৌধুরী (৪৫), উজ্জ্বল চৌধুরী (৫১), ভোলা চৌধুরী (৫৫) ও বাদল (৪৫)। এদের মধ্যে তপন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

হাইদগাঁও ইউনিয়নের বাসিন্দা ও পল্লী চিকিৎসক রূপক নন্দী জানান, পটিয়ার হাইদগাঁও গ্রামের পানচাষিরা নিয়মিত সপ্তাহে দুই-তিনবার মিনি ট্রাকে করে মিরসরাইয়ের মিঠাছড়া বাজারে পান বিক্রি করতে যান। শনিবার রাতেও তারা পানভর্তি ট্রাক নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে সীতাকুণ্ডের মাইলের মাথা এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কমল ও সমীর চৌধুরী প্রাণ হারান।

সীতাকুণ্ডের বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মোমিন বলেন, “দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।”

তিনি আরও জানান, নিহত দুই ব্যবসায়ীর মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।