
রাজধানীর পুরানা পল্টনে মাথায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১টা ৫৫ মিনিটের দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করে।
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের জানান, চিকিৎসার জন্য হাদির সঙ্গে তার দুই বড় ভাই ওমর ফারুক এবং আবু বকর সিদ্দিক সিঙ্গাপুরে গেছেন।
এর আগে বেলা সোয়া ১টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে নিয়ে একটি আইসিইউ অ্যাম্বুলেন্স বিমানবন্দরের পথে রওনা হয়। বেলা দেড়টার কিছু আগে বিমানবন্দরের ৮ নম্বর ভিআইপি গেট দিয়ে অ্যাম্বুলেন্সটি ভেতরে প্রবেশ করে। সেখান থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। দেশে অস্ত্রোপচার ও নিবিড় পরিচর্যায় রাখার পর তার অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার ও মেডিকেল বোর্ড।