
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই নির্বাচন পর্যবেক্ষণে ইইউর প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস ইজাবস।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ইইউর কূটনৈতিক কার্যক্রমের শাখা ‘দ্য ইউরোপিয়ান এক্সটার্নাল অ্যাকশন সার্ভিস’ (ইইএএস) তাদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কর্তৃপক্ষের আমন্ত্রণের প্রেক্ষিতে ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট কাজা ক্যালাস একটি পূর্ণাঙ্গ প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। এই মিশনের প্রধান পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ইভারস ইজাবসকে।
প্রতিনিধি দলের প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার পর ইভারস ইজাবস বলেন, “বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে ইইউ মিশনের নেতৃত্বে থাকতে পেরে আমি সম্মানিত বোধ করছি। এই পর্যবেক্ষণ নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বাধীন ও নিরপেক্ষ মূল্যায়ন তুলে ধরবে।”
তিনি আরও বলেন, “এই মিশন বাংলাদেশের জনগণ, শক্তিশালী গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি তাদের আকাঙ্ক্ষার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের একটি বাস্তব দৃষ্টান্ত।”
এর আগে গত ১১ ডিসেম্বর সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় নির্বাচন কমিশন (ইসি)। কাজা ক্যালাসকে লেখা ওই চিঠিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন উল্লেখ করেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়াকে সর্বোচ্চ মানের স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সততা নিশ্চিতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ।
চিঠিতে সিইসি জোর দিয়ে বলেছিলেন, নির্বাচনে দেশি-বিদেশি পর্যবেক্ষকের উপস্থিতি নির্বাচন প্রক্রিয়া ও ফলাফলের প্রতি জনসাধারণের আস্থা বাড়াতে অর্থপূর্ণ অবদান রাখতে পারে। সেই আমন্ত্রণে সাড়া দিয়েই ইইউ পর্যবেক্ষক পাঠানোর এই ঘোষণা দিল।