শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

ইডেন নূর স্কুলে ফলাফল প্রকাশ, ৬০ শিক্ষার্থী পেল বৃত্তি

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৮ ডিসেম্বর ২০২৫ | ৭:৫২ অপরাহ্ন


চট্টগ্রামের হাটহাজারীর ইডেন নূর ইংলিশ স্কুলে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ, লরিয়েট ঘোষণা এবং মোহাম্মদ আব্দুল মালেক-নুরুন্নাহার বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) উপজেলার শিকারপুর ইউনিয়নে স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. ইয়াসিন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পটিয়া কলেজের সাবেক অধ্যক্ষ ও স্কুলের শিক্ষা উপদেষ্টা প্রফেসর মো. ফেরদৌস আলম।

সহকারী শিক্ষক শাহীদা বেগম ও তাসনিম সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পরীক্ষা কমিটির আহ্বায়ক ফারহানা আক্তার, অভিভাবকদের পক্ষে আহম্মদ নূর মেম্বার ও দলিল লেখক এস এম একরাম। এ সময় হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম শিমুল, দপ্তর সম্পাদক মো. আলাউদ্দীনসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল মালেক-নুরুন্নাহার বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৬০ জন শিক্ষার্থীর মাঝে মোট এক লাখ টাকার বৃত্তি ও উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা। এর মধ্যে ট্যালেন্টপুল প্রাপ্তদের তিন হাজার টাকা, সাধারণ গ্রেড প্রাপ্তদের দুই হাজার টাকা এবং বিশেষ বিবেচনায় উত্তীর্ণদের এক হাজার টাকা করে দেওয়া হয়।

এছাড়া প্রতি ক্লাসের সেরা শিক্ষার্থীদের ‘লরিয়েট’ হিসেবে ঘোষণা করে গাউন পরিয়ে সম্মাননা জানানো হয় এবং মঞ্চে বিশেষ আসনে বসানো হয়।