শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

সাতকানিয়া-লোহাগাড়ায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ, হাদি হত্যার বিচার দাবি

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১৯ ডিসেম্বর ২০২৫ | ১২:৩৪ পূর্বাহ্ন


সন্ত্রাসীদের গুলিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি নিহতের ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছে চট্টগ্রামের ছাত্র-জনতা। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে সাতকানিয়া ও লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে হাজারো মানুষ।

রাত পৌনে ১২টার দিকে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় মহাসড়কের ওপর আগুন জ্বালিয়ে অবস্থান নেন সর্বস্তরের মানুষ। একই সময়ে লোহাগাড়ার বটতলী মোটর স্টেশনেও মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ১২টা) উভয় স্থানে অবরোধ চলছিল। এর ফলে মহাসড়কের দুই পাশে যানবাহন আটকা পড়ে।

অবরোধ চলাকালে বিক্ষোভকারীরা ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’ এবং ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’ স্লোগানে এলাকা প্রকম্পিত করে তোলেন। তারা অবিলম্বে হাদি হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, “দিনের পর দিন প্রকাশ্যে সন্ত্রাসী হামলা হলেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলেও এখনো প্রকৃত খুনিরা ধরা পড়েনি। এই ব্যর্থতার দায় সরকারকে নিতে হবে।”

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে সন্ত্রাসীরা রিকশায় থাকা হাদিকে গুলি করে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।