
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের পক্ষে প্রচারণায় নেমেছেন সাবেক ছাত্রনেতা সাজ্জাদুল কবির চৌধুরী। চকরিয়া পৌরসভার বিভিন্ন অলিগলিতে গণসংযোগ ও উঠান বৈঠকের মাধ্যমে তিনি ধানের শীষের পক্ষে জনমত তৈরি করছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার (১৮ ও ১৯ ডিসেম্বর) চকরিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নামার চিরিঙ্গা, চেয়ারম্যানপাড়া, বাশঘাট, কোচপাড়া ও স্টেশনপাড়া এলাকায় ব্যাপক গণসংযোগ করেন তিনি। এ সময় সাধারণ মানুষের মাঝে ধানের শীষের প্রচারপত্র বিলি করা হয়।
চকরিয়া উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আবু তাহের চৌধুরীর (আবু মিয়া) বড় ছেলে সাজ্জাদুল কবির চৌধুরী এর আগে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন। দীর্ঘ সময় পর তিনি পুনরায় এমপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদের পক্ষে নির্বাচনী মাঠে নামায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা গেছে।
প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে চকরিয়া পৌরসভার নামার চিরিঙ্গায় নিজ বাসভবনে উঠান বৈঠকের আয়োজন করেন সাজ্জাদুল কবির চৌধুরী। তার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে প্রধান অতিথি ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম।
বিএনপি নেতা সাজ্জাদুল কবির চৌধুরী তার বক্তব্যে বলেন, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এবং ছাত্র-জনতার আন্দোলনের মুখে স্বৈরশাসনের পতন ঘটেছে। এখন কক্সবাজার জেলার উন্নয়নের স্বার্থে সালাহউদ্দিন আহমদকে বিপুল ভোটে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করা প্রয়োজন। তিনি নির্বাচিত হলে এবং বিএনপি রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় গেলে এই অঞ্চলে অভূতপূর্ব উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা এবং রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন একমাত্র ধানের শীষের বিজয়ের মাধ্যমেই সম্ভব।
প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আবদুর রহিম বলেন, জনগণের দীর্ঘ ১৭ বছরের প্রত্যাশা পূরণের অংশ হিসেবে বর্তমান অন্তর্বর্তী সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। কিন্তু একটি মহল এই নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। দেশের কল্যাণে এই অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। তিনি বৈঠকে উপস্থিত সব সম্প্রদায়ের মানুষকে দলমত নির্বিশেষে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক নাজেম উদ্দিন আলমের সঞ্চালনায় উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, নুরুল আলম জিকু (জিকু মেম্বার), আবুল আশরাফ চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী শহীদুল ইসলাম শহীদ, আবদুল মন্নান, মুজিবুল হক চৌধুরী, নুরুল ইসলাম নুরু, মো. নুরুল হুদা, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বেলাল উদ্দিন রাজা, চকরিয়া পৌরসভা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শহীদুল ইসলাম ফোরকান, পৌর বিএনপির অর্থ সম্পাদক আবদুল মন্নান বাবুল, উপজেলা শ্রমিকদলের সভাপতি নাছির উদ্দিন ও সাবেক ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক খায়রুল বশর প্রমুখ।