শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয় শোক

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২০ ডিসেম্বর ২০২৫ | ৯:১৭ পূর্বাহ্ন


দুর্বৃত্তের গুলিতে নিহত শরিফ ওসমান হাদির স্মরণে আজ শনিবার দেশজুড়ে পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক। এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতেও পালিত হচ্ছে অনুরূপ কর্মসূচি। আজই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শরিফ ওসমান হাদির মৃত্যুতে শনিবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন। সেই ঘোষণা অনুযায়ী আজ শোক পালন করা হচ্ছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে সিঙ্গাপুর থেকে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় এসে পৌঁছায়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করতে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও সংগঠনটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সরকারের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। পরে বিমানবন্দর থেকে মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে।

ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার সকালে মরদেহ প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

গত ১২ ফেব্রুয়ারি দুপুরে রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করা হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।