
চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার একটি ভাড়া বাসা থেকে আলী আকবর নামের এক প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার ফটিকা ইউনিয়নের কামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।
নিহত ৩৮ বছর বয়সী আলী আকবরের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ ঘাঘড়া এলাকায়। তিনি ওই এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের অমতে দুই সন্তানের জননী এক নারীকে বিয়ে করেছিলেন আলী আকবর। এ নিয়ে পরিবারের সঙ্গে তার দূরত্ব তৈরি হয় এবং তিনি স্ত্রীসহ হাটহাজারীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন। চার মাস আগে তিনি প্রবাস থেকে দেশে ফেরেন। সম্প্রতি গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া থেকে ঘুরে আসার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানতে পেরেছে পুলিশ।
ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় বাসায় চা খেয়ে নিজের কক্ষে যান আলী আকবর। রাতে খাবারের জন্য পরিবারের সদস্যরা ডাকাডাকি করলে ভেতর থেকে দরজা বন্ধ পাওয়া যায়। পরে দরজা ভেঙে ঘরের ছাদের অ্যাঙ্গেলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়।
জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনিস বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কিছু, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।