
চট্টগ্রামের রাউজানে নিখোঁজ হওয়ার প্রায় তিন দিন পর মো. শফি নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১১টার দিকে পৌরসভার চারাবটতল বাজারের পাশের একটি পরিত্যক্ত টিনের ঘরের পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ৫০ বছর বয়সী মো. শফি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মো. আমির আলীর ছেলে। তিনি স্থানীয় চারাবটতল বাজারে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।
পুলিশ ও নিহতের পরিবার জানায়, গত বৃহস্পতিবার রাতে প্রতিদিনের মতোই চারাবটতল বাজারে দায়িত্ব পালন করতে যান শফি। পরদিন শুক্রবার সকালে তিনি আর বাড়ি ফেরেননি। এরপর তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি।
শনিবার সকালে স্থানীয় যুবকরা খোঁজাখুঁজি করার একপর্যায়ে বাজারের কাছাকাছি একটি টিনের ঘরের পাশে শফির মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
স্থানীয়রা জানান, শফির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার একটি চোখ উপড়ে ফেলা হয়েছে। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।