শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

রাউজানে ঘরের সিলিং থেকে জোড়া এলজি ও কার্তুজ উদ্ধার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২২ ডিসেম্বর ২০২৫ | ৯:২২ অপরাহ্ন


চট্টগ্রামের রাউজানে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নে এক পলাতক আসামির বসতঘরে এই অভিযান চালানো হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে নোয়াজিষপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোহর কাজীর বাড়ির নুরুল আমীন প্রকাশ কালুর ঘরে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি কালু পালিয়ে যান।

পরে তার বসতঘরে তল্লাশি চালিয়ে ঘরের সিলিংয়ের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা দুটি দেশীয় তৈরি এলজি ও তিন রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পলাতক আসামি নুরুল আমীন কালু দীর্ঘ দিন ধরে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করে নোয়াজিষপুরসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এ ঘটনায় রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা করেছেন।

ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, পলাতক আসামি কালুকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।