শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

পটিয়ায় চেক প্রতারণা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৩ ডিসেম্বর ২০২৫ | ১২:৫৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের পটিয়ায় চেক প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাত ৮টার দিকে উপজেলার কোলাগাঁও ইউনিয়নের চাপড়ী তেতুলতলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর হোসেন কোলাগাঁও ইউনিয়ন বিএনপির একাংশের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। তিনি কোলাগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চাপড়ী এলাকার আহমদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, বেসরকারি ব্যাংক পূবালী ব্যাংক পিএলসির চেক প্রতারণার একটি মামলায় জাহাঙ্গীর হোসেন আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আসামি। রায়ের পর থেকেই তিনি দীর্ঘ দিন পলাতক ছিলেন। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পটিয়া থানার সেকেন্ড অফিসার মো. ফরহাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।